Site icon NibblePop

তান ভৈরবী

তুই বলেছিলি বলে জলছবি এঁকেছি।
ইছামতী থেকে গঙ্গার দূরত্বটুকু 
এক লাফে পার হতে পেরেছি,
অনায়াস দ্রুততায়।
আর তোর অভ্যস্ত আঙুলের ওঠানামায়
অহল্যার মৃত্যু-ঘুম ভাঙ্গা চোখ
কাজল নেই বলে সঙ্কোচে জড়সড়,
ঠিক তখন পার হয়ে এসেছি
এক যুগের যবনিকাপাত রাত্রি।
অনেক পার হওয়া সময়
আর দূরত্ব
আজ লাল সুতোয় গিঁট বাঁধা থাক।
তুই ছিঁড়ে দিস কোন এক শীতঘুম কাটা ভোরে
ঝলমলে ধারাল নক্ষত্রের আঘাতে।
Exit mobile version